আজ থেকে মেট্রোরেল চলবে ২টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১১:০৮ | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৩, ১০:০৮

মেট্রোরেলের যাত্রী পরিষেবার সময় বাড়ছে আজ বুধবার (৫ এপ্রিল) থেকে। এখন থেকে দুপুর ২টা পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল।

মেট্রোরেল চালুর পর সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত চলাচল করে আসছিল মেট্রোরেল।

গত ৩০ মার্চ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক বলেছিলেন, ‘ক্রমান্বয়ে সময় বৃদ্ধির লক্ষ্যে ৫ এপ্রিল থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হবে। সেদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ট্রেন চলবে।’

গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। আগারগাঁও থেকে মতিঝিল অংশ এ বছরের শেষ দিকে চালুর পরিকল্পনা আছে। মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত চালু হতে পারে ২০২৫ সাল নাগাদ।

বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও রুটে মেট্রোরেলের নয়টি স্টেশন চালু আছে।

(ঢাকাটাইমস/০৫এপ্রিল/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :