প্রধানমন্ত্রী বলেছিলেন নিরপেক্ষ সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন হয় না: মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বর্তমান প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন কেয়ারটেকার সরকার ছাড়া নিরপেক্ষ সরকার হয় না, নিরপেক্ষ সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন হয় না, নিরপেক্ষ সরকার ছাড়া গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় না। অথচ তিনিই বর্তমানে বলছেন, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে না।
শনিবার মৌলভীবাজার শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত ইফতার পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন আওয়ামী লীগ সরকার।
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ুন, সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য খালেদা রব্বানি, জেলা বিএনপির উপদেষ্টা ও শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (সিলেট বিভাগ) ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলসহ অন্যরা।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে খালেদা জিয়ার রোগমুক্তি কামনাসহ দেশ ও জাতির কল্যাণ চেয়ে মোনাজাত করা হয়।
(ঢাকাটাইমস/৯এপ্রিল/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

মানিকগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

স্মার্ট নড়িয়া-সখিপুর-শরীয়তপুরকে গড়তে সকলের সহযোগিতা চাই: এনামুল হক শামীম

শান্তিপূর্ণ নির্বাচন করতে সকল ব্যবস্থা নেওয়া হবে: ইসি আলমগীর

কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, বিয়ের দাবিতে অনশন

এমপি হতে চান পরিচ্ছন্নতাকর্মী রোকেয়া

বরিশালের দুটি আসনের প্রার্থীদের সম্পদ বেশি, স্ত্রীদেরও কম নয়

আচরণবিধি লঙ্ঘনে নোটিশের জবাব দিলেন নৌকার প্রার্থী শিবলী সাদিক

নওগাঁয় চাহিদা বাড়ছে বোর্ডের আসবাবপত্রের

বিজিবি’র ১০০তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
