প্রধানমন্ত্রী বলেছিলেন নিরপেক্ষ সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন হয় না: মিন্টু

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৩, ১১:১৯| আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১১:২৭
অ- অ+

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বর্তমান প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন কেয়ারটেকার সরকার ছাড়া নিরপেক্ষ সরকার হয় না, নিরপেক্ষ সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন হয় না, নিরপেক্ষ সরকার ছাড়া গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় না। অথচ তিনিই বর্তমানে বলছেন, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে না।

শনিবার মৌলভীবাজার শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত ইফতার পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন আওয়ামী লীগ সরকার।

মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ুন, সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য খালেদা রব্বানি, জেলা বিএনপির উপদেষ্টা ও শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (সিলেট বিভাগ) ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলসহ অন্যরা।

দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে খালেদা জিয়ার রোগমুক্তি কামনাসহ দেশ ও জাতির কল্যাণ চেয়ে মোনাজাত করা হয়।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা