হরিণাকুণ্ডুতে সিগারেটের আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৩, ১৭:৩৬
অ- অ+

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সিগারেটের আগুনে ৩০ কৃষকের অন্তত ৫০ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বরিশখালী-শীরামপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকেই এ দুর্ঘটনার সূত্রপাত হয়েছে।

হরিণাকুণ্ডু উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ৩০ কৃষকের এক কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় পান চাষিরা বলেন, সিরাজুলের বরজ থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। তবে আগুনের সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ায় মাঠের সেচ পাম্পগুলো অচল হয়ে পড়ে। এতে পানির অভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

কৃষক সাফান লস্কার, আজিজ লস্কার, মারুফ হেসেনা, জাফিরুল ইসলাম ও আজিবর রহমান এরা সবাই একই ভাবে বলেন, সকালে মাঠে কাজ করার সময় হঠাৎ পানের বরজে আগুন দেখতে পায়। কিছুক্ষণের মধ্যে এই আগুন পার্শ্ববর্তী ক্ষেতগুলোতেও ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই অধিকাংশ বরজ পুড়ে যায় ছাই হয়ে যায়।

হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামাল উদ্দিন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। প্রায় ১ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কোন কৃষকের কত বিঘা জমির বরজ পুড়েছে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভির্সের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা