সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্ত্রী নিহত, স্বামী আহত

সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী স্ত্রী নিহত হয়েছেন এবং তার স্বামী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কালিগজ্ঞ কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুর গ্রামের শেখ নয়ন তার স্ত্রী রেহানা খাতুনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে সাতক্ষীরা আসছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে তারা সাতক্ষীরা- শ্যামনগর আঞ্চলিক মহাসড়কের কালিগঞ্জ কলেজ মোড়ে পৌছালে সামনের দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী নিহত হন।
গুরুতর আহত স্বামী নয়নকে স্থানীয় লোকজন কালিগজ্ঞ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কালিগজ্ঞ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও মোটরসাইকেল তাদের হেফাজতে রয়েছে। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।
(ঢাকাটাইমস/১১এপ্রিল/এআর)

মন্তব্য করুন