কক্সবাজারে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৩, ২০:১০

কক্সবাজারের টেকনাফে আলাদা দুটি অভিযানে এক লাখ ১০ হাজার পিস, ৯৭ বোতল মদ এবং ৩৬০ ক্যান বিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার সন্ধ্যায় টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত তিনটার দিকে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনে উনচিপ্রাং বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১৭ থেকে ৪ কিলোমিটার পশ্চিম দিকে (সীমান্তের শূন্য লাইন থেকে দেড় কিলোমিটার দুরে উনচিপ্রাং গ্রামের সাইফুলের ঘেরে একটি অভিযান চালায় বিজিবি। অভিযানে এক লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৫ থেকে আনুমানিক দেড় কিলোমিটার দক্ষিণ দিকে জিন্নাহখাল নামের একটি জায়গায় শনিবার ভোর পাঁচটার দিকে অভিযান চালায় বিজিবি। অভিযানে ছয়টি প্লাষ্টিকের বস্তা থেকে ৯৭ বোতল বার্মিজ মদ এবং ৩৬০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করা হয়।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এএ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :