উইজডেনের বর্ষসেরা স্টোকস, টি-টোয়েন্টিতে সেরা সূর্যকুমার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৩, ১৫:৫৪| আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৬:০০
অ- অ+

বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জেতার পর এবার আরও একটি সুখবর পেলেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। ক্রিকেটের বাইবেল নামে খ্যাত উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। এদিকে টি-টোয়েন্টির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের সূর্যকুমার যাদব।

গত সোমবার উইজডেন অ্যালামনাক বর্ষসেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করে। উইজডেনের বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।

গেল বছরটা দুর্দান্ত কেটেছে বেন স্টোকসের। ২০২২ সালে মোট ১৫ টেস্ট ম্যাচে প্রায় ৩৭ গড়ে ৮৭০ তুলেছেন তিনি। উইকেট নিয়েছেন ২৬টি। এছাড়া টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৫২ রানের ইনিংস খেলেছিলেন স্টোকস।

এদিকে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার সূর্যকুমার যাদব ৩১টি টি-টোয়েন্টি ম্যাচে করেছেন মোট ১১৬৪ রান। তবে উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন টম ব্লান্ডেল, বেন ফোকস, হারমানপ্রীত কৌর, ড্যারিল মিচেল ও ম্যাথিউ পটসের।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শুভ বুদ্ধপূর্ণিমা আজ
যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ বাংলাদেশি
সোনার দাম কমলো, ভরি ১৭০৭৬১ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা