চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুর গেলেন সোহেল রানা

চোখের চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুর গেলেন দেশের খ্যাতিমান অভিনেতা, প্রযোজক ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা। সোমবার রাত ১১টা ৫৫ মিনিটের একটি ফ্লাইটে রওনা দিয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান তিনি।
গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ। তিনি জানান, অন্যান্য অসুস্থতার পাশাপাশি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন অভিনেতা। মাশরুর বলেন, ‘এবারও মূলত চোখের চিকিৎসা করাতেই সিঙ্গাপুর গিয়েছেন বাবা।’
মাশরুর আরও বলেন, ‘সবমিলিয়ে ১০ দিন সিঙ্গাপুরে থাকবেন বাবা। নিয়মিত চেকআপ শেষে তিনি দেশে ফিরবেন।’
এর আগে গত বছরের ৩০ অক্টোবর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন সোহেল রানা। চিকিৎসা শেষে ফিরেছিলেন ৯ অক্টোবর। সেবারও চোখের চিকিৎসার জন্যই সিঙ্গাপুরে গিয়েছিলেন বহু হিট ছবির এই নায়ক।
তারও আগে ২০২১ সালের ডিসেম্বরের শেষ দিকে করোনায় আক্রান্ত হয়েছিলেন সোহেল রানা। হাসপাতালে ছিলেন বেশ কয়েকদিন। টানা ১৯ দিন চিকিৎসা নিয়ে গত বছরের ৭ জানুয়ারি সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন খ্যাতিমান এই মুক্তিযোদ্ধা তারকা।
(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এজে)

মন্তব্য করুন