স্মার্ট বাংলাদেশে সড়ক পথে বোচাগঞ্জের মানুষও চলছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ‘আজকে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর রাষ্ট্রের কাঙ্ক্ষিত উত্তরাধিকার আজকে দেশ পরিচালনা করছে বলেই আজকে বাংলাদেশ মহাসমুদ্রে উন্নয়নে বহমান। আজকে আওয়ামী লীগের নৌকা আছে বলেই বাংলাদেশ পৃথিবীর সর্বোত্র স্বীকৃতি পেয়েছে।
দেশ আজ মডেল হিসেবে গড়ে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন। এ স্মার্ট বাংলাদেশে সড়ক পথে বোচাগঞ্জ এবং বোচাগঞ্জের মানুষও তার সাথে সাথে চলছে।
বৃহস্পতিবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জে সুয়া নদীর উপর নবনির্মিত ব্রিজের উদ্বোধনসহ বিভিন্ন রাস্তার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বোচাগঞ্জ উনজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব দেন- সেতাবগঞ্জ পৌর মেয়র মো.আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক আফসার আলী।
নৌপরিবহন প্রতিমন্ত্রী আরো বলেন, দিনাজপুরের সেতাবগঞ্জে সুয়া নদীর ওপর ব্রীজ নির্মাণ অত্র এলাকার জনগণের জন্য। জনগণের জন্য ঈদকে সামনে রেখে বোচাগঞ্জের মানুষকে সুয়া নদীর ওপর ব্রীজ নির্মাণসহ অন্যান্য উন্নয়নগুলো উপহার দিয়ে গেলাম। বোচাগঞ্জে অনেক উন্নয়ন হয়েছে। ১০ বছর আগে যারা বোচাগঞ্জে এসেছিল তারা এখন বোচাগঞ্জকে সহজে চিনতে পারবে না। আরো কিছু উন্নয়ন বাকি আছে। কোভিড-১৯ এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে উন্নয়ন কিছুটা ব্যাহত হলেও শিগগির আমরা উন্নয়ন কাজগুলো দ্রুত শুরু করতে পারব।
(ঢাকাটাইমস/২০এপ্রিল/এলএ)

মন্তব্য করুন