সাভারের মহাসড়কগুলোতে বাড়ছে যানবাহনের চাপ

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৩, ১৮:৩৭
অ- অ+

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শিল্পাঞ্চল সাভারের পোশাক কারখানাগুলো ছুটি হয়ে যাওয়ায় ঢাকা ছাড়তে শুরু করছে এখানকার প্রায় লক্ষাধিক মানুষজন। তাই স্বাভাবিকের তুলনায় যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে সাভারের সড়ক ও মহাসড়কগুলোতে।

বৃহস্পতিবার দুপুর থেকেই সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বিভিন্ন পয়েন্টে দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন।

সাভারের হেমায়েতপুর, ফুলবাড়িয়া, সাভার বাজার বাসস্ট্যান্ড, রেডিও কলোনি, নবীনগর ও বাইপাইল এলাকা ঘুরে দেখা যায় ব্যাগ হাতে ঘরে ফেরা মানুষের জটলা। এসময় অনেককে দেখা যায় কাঙ্খিত পরিবহনে টিকেট না পেয়ে ট্রাক ও পিকআপের মতো মালবাহী গাড়িতে করে ছুটছেন আপন নীড়ে।

সাভারের হেমায়েতপুর এলাকায় পিকআপে করে ঘরে ফেরা সেলিনা আক্তার নামে এক পোশাক শ্রমিক জানান, নির্ধারিত ভাড়ার চেয়ে ২০০/৩০০ টাকা বেশি ভাড়া চাচ্ছে বাস মালিকরা আবার অনেক রুটের টিকেটও মিলছে না। তাই বাধ্য হয়ে তারা কয়েকজন মিলে ৪৫০ টাকা ভাড়ায় একটি পিকআপে করে রওনা হয়েছেন সিরাজগঞ্জের উদ্দেশ্যে।

ন্যাশনাল ট্রাভেলসের চালক আব্দুল রাজ্জাক মিয়া বলেন, দুপুর থেকে রাস্তায় গাড়ির চাপ বেড়েছে রাতে তা আরো বাড়তে পারে। গাবতলি থেকে নবীনগর আসতে এ পর্যন্ত ৫টি পয়েন্টে জ্যামে পড়তে হয়েছে।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক ঢাকাটাইমসকে বলেন, ঈদে ঘরমুখো মানুষকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষে ঈদের ছুটির আগে থেকেই মহাসড়কে যান চলাচল নির্ভিঘ্ন রাখতে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

এ বছর পর্যাপ্ত পরিমাণে জেলা পুলিশ ট্রাফিক পুলিশের পাশাপাশি আমাদের হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মহাসড়কের ৭টি স্থানে স্পেশাল ফোর্স রাখা হয়েছে। এর পাশাপাশি আরো ৫টি মোবাইল টিম রাউন্ড ডিউটিতে আছে। এবারের ঈদযাত্রা সুন্দর এবং সুশৃঙ্খল করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা