পাঁচবিবি সীমান্তে বিজিবি-বিএসএফের ঈদ শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা।
শনিবার দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলারের সাব ৫ পিলারের শূন্যরেখায় বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম মারাক বিএসএফের ভারতীয় গয়েশপুর ক্যাম্প কমান্ডার এসপি গোরাইকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান। একই সময় মেইন পিলারের ২৮১ এর সাব ১৫ পিলারের শূন্যরেখায় ভারতের চকগোপাল ক্যাম্প কমান্ডার এসসি নান্দিকেও মিষ্টি উপহার দেওয়া হয়। এসময় বিজিবি-বিএসএফ উভয় বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
হাটখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার অসীম মারাক বলেন, সীমান্তে দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে আমরা পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। এতে করে সীমান্তে দায়িত্ব পালনে উভয় বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় থাকে। এসময় গয়েশপুর ক্যাম্প কমান্ডার এসপি গোরাই ভারতীয় বিএসএফের পক্ষ থেকে সকল বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানান।
(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএ)

মন্তব্য করুন