সুদানে আটকে পড়া বাংলাদেশিসহ দেড় শতাধিক মানুষ উদ্ধার করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৩, ০৮:৫৩| আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ০৯:০২
অ- অ+

সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে চলমান সংঘাতে আটকা পড়া বাংলাদেশিসহ অন্তত ১২ দেশের দেড় শতাধিক নাগরিককে উদ্ধার করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক টুইটে এ তথ্য জানিয়েছে।

টুইটে বলা হয়, সুদান থেকে সৌদি নৌবাহিনী দেশ শতাধিক মানুষকে উদ্ধার করেছে। এর মধ্যে ৯১ জন সৌদি আরবের। অন্যরা ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রের নাগরিক। এদের মধ্যে বাংলাদেশ, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিসর, তিউনিসিয়া, পাকিস্তান, ভারত, বুলগেরিয়া, ফিলিপাইন, বুরকিনা ফাসো ও কানাডার কূটনীতিক ও আন্তর্জাতিক পর্যায়ের কর্মকর্তারাও আছেন।

গত ১৫ এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘাত চলছে। এই সংঘাতে এখন পর্যন্ত চার শতাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে।

সুদানের সেনাবাহিনী জানিয়েছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও চীনের কূটনীতিক ও নাগরিকদের উড়োজাহাজে করে সুদান ত্যাগে সহযোগিতা করা হবে। শনিবার এক বিবৃতিতে সুদানের সেনাবাহিনী এ তথ্য জানায়।

এদিকে, শনিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাগরিকদের আপাতত সুদান ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

ঢাকাটাইমস/২৩এপ্রিল/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা