সাতকানিয়ায় আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ২

চট্টগ্রামের সাতকানিয়ায় দুই পক্ষের সংঘর্ষে শিশুসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড উত্তর পশ্চিম গাটিয়াডেঙ্গায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- সৈয়দ কামরুল ইসলাম (৫১) ও পাঁচ বছর বয়সী এক শিশু। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশের একটি সূত্র জানায়, উপজেলার এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক ও বর্তমান চেয়ারম্যান আবু ছালেহর গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। রবিবার সাবেক চেয়ারম্যান মানিকের অনুসারী ছোট মানিক গুলিবর্ষণ করে। এ ঘটনায় গুলিবিদ্ধ কামরুল আবু ছালেহর সমর্থক বলে জানা গেছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, ছোট মানিক নামে একজন গুলি করেছে শুনেছি। শিশুসহ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এলএ)

মন্তব্য করুন