গায়ে কেরোসিন ঢেলে ওষুধ কোম্পানির প্রতিনিধির আত্মহত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় গায়ে কেরোসিন ঢেলে আগুনে দগ্ধ হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু হয়েছে।
মৃত রনি চৌধুরী (৩৫) চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কদমতলী তুলসীপাড়া গ্রামের অজিত চৌধুরীর ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানির মেডিকেল প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
রবিবার মৃতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কী জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শৌচাগারে দগ্ধ হয়ে চিৎকার করছিলেন রনি চৌধুরী (৩৫)। পরিবারের লোকজন শব্দ পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে রনি চৌধুরীকে হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল শনিবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কদমতলী তুলসীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিকাল তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রনি চৌধুরীর মৃত্যু হয়। মৃত রনির পরিবারের দাবি, রনি গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. জামাল শাহ বলেন, রনি চৌধুরী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। পরিবারের লোকজনের সঙ্গে ঝগড়া করার পর তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক প্রদীপ কুমার মজুমদার বলেন, ওই যুবক গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য আজ রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত রনির পরিবারে স্ত্রী ও এক কন্যা রয়েছে।
(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এআর)

মন্তব্য করুন