সিংড়ায় অসহায় ৬ কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৩, ১৬:১১

নাটোরের সিংড়ার চলনবিলে পুরোদমে ধান কাটার উৎসব চলছে। কিন্তু অল্প জমি হলেই শ্রমিকরা আর ধান কাটতে চায় না। তখন দরিদ্র কৃষককে গুনতে হয় বাড়তি টাকা। শুক্রবার এমনই দুই অসহায় নারীসহ ৬ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ৩ বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক ভিপি সজিব ইসলাম জুয়েলের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মী পান্তা সাজিয়ে নিয়ে চকসিংড়া ও সোহাগবাড়ি মাঠে যান। সেখানে অসহায় নারী শুকুরন ও মেহের নেছা বেগমের এক বিঘা জমির ধান কেটে দেন। পরে পান্তা খেতে বসে পাশের আরো চার কৃষক রাসেল, আতাউর রহমান, মারফত আলী ও রওশন হাবীবের আকুতি শুনে তাদের দুই বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন- ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার, সাংগঠনিক সম্পাদক মুরশিদুল ইসলাম, গোল-ই-আফরোজ কলেজের এজিএস নাঈম হোসেন, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেনসহ শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী।

চকসিংড়া গ্রামের অসহায় নারী শুকুরন বেগম বলেন, স্বামী ও পিতৃহারা একমাত্র মেয়েকে নিয়ে অন্যের বাড়িতে দিন মজুরি করে তার সংসার চলে। অতি কষ্টে ১০ কাটা জমিতে মিনিকেট ধান লাগিয়েছেন। কিন্তু অল্প জমি আর জমিতে কাঁদাপানি থাকায় ধান কাটা নিয়ে দুঃচিন্তায় পড়ে যান। পরে ছাত্রলীগের কর্মীরা তার ধান কেটে দেওয়ায় দুঃচিন্তা মুক্ত হয়েছেন।

আর সোহাগবাড়ী গ্রামের দরিদ্র কৃষক মারফত আলী ও আতাউর রহমান বলেন, অল্প জমি হলেই শ্রমিকরা ধান কাটতে চায় না। আর কাটলেও বাড়তি টাকা গুনতে হয়। বিপদের সময় ছাত্রলীগের ছেলে-পেলেরা ধান কেটে দেওয়ায় খুব উপকার হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুরশিদুল ইসলাম বলেন, চলনবিল কৃষি প্রধান এলাকা। আমরা সকলেই কৃষকের সন্তান। সকালে যেমন পান্তা খেয়ে স্কুল ও কলেজে লেখাপড়ার জন্য বেড়িয়ে পড়ি আবার অনেক সময় মাঠে কাজ করতেও পারি। তাই বিপদে-আপদে সব সময়ই চলনবিলের কৃষকের পাশে ছাত্রলীগ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাবেক ভিপি সজিব ইসলাম জুয়েল বলেন, করোনা, বন্যাসহ সকল দুর্যোগে ছাত্রলীগ অসহায় মানুষের পাশে থেকেছে। তারা প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে সিংড়ার চলনবিলের বিধাব নারী ও অসহায় কৃষকদের জমির ধান কেটে দিচ্ছেন।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, নিষেধাজ্ঞা দিয়ে কোনো ফল হবে না: হানিফ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট আনসার হতে হবে: এনামুল হক শামীম

রাঙ্গাবালীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

রাজবাড়ীতে শিশু হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের হরিণাকুণ্ডু পৌরমেয়রের সংর্বধনা

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

সদরপুরে পদ্মার ভাঙনে দিশেহারা নদীপাড়ের মানুষ, স্থায়ীভাবে ভাঙন রোধের দাবি

জনবল ও সরঞ্জাম সংকটে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

রাজশাহীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বাংলাদেশে যৌথ প্রাক-নির্বাচনী মূল্যায়ন মিশন চালাবে এনডিআই ও আইআরআই

এই বিভাগের সব খবর

শিরোনাম :