সাতক্ষীরায় কৃষকের ধান কেটে দিলেন জেলা কৃষক লীগ

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২৩, ১৬:০৩| আপডেট : ০৩ মে ২০২৩, ১৬:৩৫
অ- অ+

সাতক্ষীরায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গরীব কৃষকের ধান কেটে দিয়েছে জেলা কৃষক লীগ ও পৌর কৃষক লীগের নেতৃবৃন্দ।

বুধবার সকালে সাতক্ষীরা পৌর ১ নম্বর ওয়ার্ডের থানাঘাটা এলাকার দরিদ্র কৃষক রবিন সরকারের এর ২ বিঘা জমির ধান কেটে দেন কৃষক লীগের নেতৃবৃন্দ।

ধান কাটতে অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের সভাপতি মিসেস মাহফুজা সুলতানা রুবি, সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান জুয়েল, বাংলাদেশ কৃষক লীগের জাতীয় পরিষদ সদস্য মো. মনজুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. বাবলুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলামসহ প্রমুখ।

এ বিষয়ে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামছুজ্জামান জুয়েল বলেন, আমি কৃষক পরিবারের সন্তান। যেকারণে চাষির দুঃখ কষ্ট বুঝি। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শনা অনুযায়ী আমরা নেতৃবৃন্দদের সাথে নিয়ে দরিদ্র কৃষকের ধান কেটেছি।

(ঢাকাটাইমস/০৩মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা