সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে মো. জহিরুল ইসলাম (২৯) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নকিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহিরুল উপজেলার নকিপুর গ্রামে আতিয়ার রহমান ওরফে দুনু গাজীর ছেলে। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে প্রবল বৃষ্টির পর ছাদের পানি নিষ্কাশনের সময় অসাবধানবশত বিদ্যুতের মেইন তারের সাথে স্পৃষ্টে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেডিকেল অফিসার ডা. সিরুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে বাজার ব্যবসায়ী অসাধারণ মানুষ শোক প্রকাশ করেছেন। পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শ্যামনগর হাসপাতালে চিকিৎসক সিরুজ্জামান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানা পুলিশকে জানানো হয়নি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/০৪মে/এসএ)

মন্তব্য করুন