চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২৩, ২৩:০০| আপডেট : ০৪ মে ২০২৩, ২৩:১৫
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা, শাহজাহানপুর ও দেবীনগর ইউনিয়নে পৃথক তিনটি স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার তিনটি ইউনিয়নের পৃথক পৃথক স্থানে বজ্রপাতে ৩ জন মারা যায়।

নিহত ব্যক্তিরা হলেন, চাঁপাইনাববগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের সোনাপট্রি গ্রামের মো. ফরিদ উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৫), শাহজাহানপুর ইউনিয়নের মফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও দেবীনগর ইউনিয়নের মোজাম্মেলের ছেলে ইসারুল (৪২)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বজ্রপাতে ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান,বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বজ্রপাত হলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ইসারুল পদ্মায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়। নিহত রফিকুল ধান কাটতে গিয়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হয় এবং নিহত জাহাঙ্গীর চাঁদতারা মসজিদের নিকট দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই সেও মারা যায়।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রওশন হোসেন জানান, বজ্রপাতে তিন ইউনিয়নে তিনজন মারা যাওয়া পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে। সেই কোন পরিবার যদি অসহায় বা গরীব হয় তাহলে তাদের অতিরিক্তি আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন।

(ঢাকাটাইমস/৪মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা