ডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মোহাম্মদপুর ট্রাফিক জোন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ মে ২০২৩, ১৫:১১ | প্রকাশিত : ০৫ মে ২০২৩, ০১:৫৩

পুলিশ সদস্যদের মাঝে পারস্পরিক সম্পর্ক, আন্তরিকতা ও কর্মস্পৃহা বৃদ্ধি এবং মনোবল চাঙ্গা রাখার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগ আয়োজন করে "ডিসি কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩”। এই টুর্নামেন্টটি আয়োজন করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার সাহেদ আল মাসুদ। ডিসি কাপে অংশ নেয় মোট চারটি দল। দলগুলো হলো- মোহাম্মদপুর ট্রাফিক জোন, তেজগাঁও ট্রাফিক জোন, শেরে-বাংলা নগর ট্রাফিক জোন ও ডিসি ট্রাফিক অফিস। গতকাল (বৃহস্পতিবার) বিকাল ৩টায় মোহাম্মদপুর ট্রাফিক জোন ক্রিকেট দল ও শেরেবাংলা নগর ক্রিকেট দল চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেখানে শেরে বাংলা নগর ট্রাফিক জোনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোহাম্মদপুর ট্রাফিক জোন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্সআপ ট্রফিসহ অন্যান্য পুরস্কার প্রদান করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার সাহেদ আল মাসুদ। এছাড়া উপস্থিত ছিলেন ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম এবং সকল জোনের এসিসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। (ঢাকাটাইমস / ০৫এপ্রিল / এমএম)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :