চাঁদপুরে ১২শ কেজি পাঙাশের পোনা জব্দ, এতিমখানায় দান

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ মে ২০২৩, ১১:২১ | প্রকাশিত : ০৭ মে ২০২৩, ১১:০১

চাঁদপুরে কোস্টগার্ড ও উপজেলা মৎস্য বিভাগ এক যৌথ অভিযানে মেঘনা নদী থেকে ১২০০ কেজি (৩০ মণ) পাঙাশ মাছের পোনা ও তিনটি মাছ ধরার চাই জব্দ করেছে। সদর উপজেলার আনন্দ বাজার ও লালপুর মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।

শনিবার দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ এই যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে ইঞ্জিনচালিত কাঠের বোট, ৩০ মণ পাঙাশ মাছের পোনা ও ৩টি পাঙাশ ধরার ফাঁদ (চাই) জব্দ করে কোস্টগার্ড। জব্দকৃত পাঙাশের পোনা স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করে দেওয়া হয়।

কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলার আনন্দ বাজার ও লালপুর এলাকায় মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ আনুমানিক ১ হাজার ২০০ কেজি পাঙাশের পোনা ও ৩টি পাঙাশ মাছের পোনা ধরার ফাঁদ (চাই) জব্দ করতে সক্ষম হন। কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে পাঙাশের পোনার সঙ্গে জড়িত ব্যক্তিরা নদীর পাড়ে বোট রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: নগরকান্দায় নারী শ্রমিকের লাশ উদ্ধার: সতিনের পর এবার স্বামী গ্রেপ্তার

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম ও চাঁদপুর কান্ট্রি ফিশিং বোর্ড মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিক।

(ঢাকাটাইমস/০৭মে/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :