গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলের তিন আরোহীর

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২৩, ১২:০৭
অ- অ+

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী প্রাণ হারিয়েছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় জেলা সদরের সোনাশুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সোমবার জেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার স ম আরিফুল হক এ তথ্য জানান।

নিহতরা হলেন, সদর উপজেলার ছুটফা গ্রামের শোকর শেখের ছেলে জামি শেখ (১৭), শুকুর সরদারের ছেলে হাসান সরদার (১৮) ও ডবলু শেখের ছেলে তাজিম শেখ (১৬)।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার বলেন, রবিবার রাতে গোপালগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে করে তিন তরুণ গ্রামের বাড়ি ফিরছিলেন। এ সময় তারা সোনাশুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জামি শেখ মারা যায়।

আরও পড়ুন: সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় আম

পরে আহত অবস্থায় অপর দুই আরোহী হাসান ও তাজিমকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তাদেরও মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/০৮মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনসিসি ব্যাংকের সমঝোতা স্মারক
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি 
অন্তর্বর্তী সরকারও শেখ হাসিনার মত নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে: রিজভী 
হবিগঞ্জের সীমান্তে বিজিবির সতর্ক পাহারা, ২ স্তরের নিরাপত্তা বলয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা