শেরপুরে ইজিবাইক চালক হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২৩, ০৮:২২
অ- অ+

শেরপুরে ইজিবাইক চালক উজ্জ্বল মিয়া হত্যা মামলার প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার বিকালে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৪ এর কমান্ডার মহিবুল ইসলাম খান।

গ্রেপ্তাররা হলেন- হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি সদর উপজেলার রঘুনাথপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে শামীম মিয়া (৩০), চোরাই ইজিবাইকটি ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত দুসরা ছনকান্দা কালাম বাজার এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে আবুল হোসেন (২৭), জামালপুর সদরের আজাহার আলীর ছেলে রুবেল হোসেন (৩৫), মৃত জিন্নত আলীর ছেলে সুলতান মিয়া (৪৫) ও আব্দুল করিমের ছেলে মঞ্জুরুল হক (৩০)।

র‌্যাব কমান্ডার মহিবুল ইসলাম খান বলেন, গত ২৮ এপ্রিল শেরপুর সদর উপজেলার খুনুয়া চরপাড়া এলাকার প্রয়াত নূর ইসলাম ওরফে হলু শেখের ছেলে ও ৬ সন্তানের জনক উজ্জল মিয়া (৪২) তার ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে ভাড়ায় যাত্রীবহনে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ২৯ এপ্রিল সকালে পার্শ্ববর্তী খুনুয়া পশ্চিমপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে উজ্জ্বল মিয়ার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের ভাই সুজন মিয়া বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালায়। পরে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে র‌্যাবের একটি দল গত ৭ মে রাজধানীর ধামরাই কলেজ রোড থেকে ওই মামলার প্রধান আসামি শামীম মিয়াকে আটক করে।

তিনি বলেন, শামীমকে জিজ্ঞাসাবাদে সে ইজিবাইক চালক উজ্জ্বল মিয়াকে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জানায়, তারা কয়েকজন ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে ভীমগঞ্জ থেকে দশআনি যাওয়ার জন্য ইজিবাইক ভাড়া করে। যাওয়ার পথে ইজিবাইক চালককে সদর উপজেলার ভীমগঞ্জ বাজারের কাছে ব্রিজের নিচে নিয়ে ইলেক্ট্রিক তার গলায় পেঁচিয়ে হত্যা করে লাশটি খুনুয়া পশ্চিমপাড়া এলাকায় ধান ক্ষেতের ভেতর ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ইজিবাইকটি বিক্রির জন্য আবুল হোসেনকে দেয়।

এরপর আবুল হোসেন তার ভায়রা ভাই রুবেল হোসেনের সহায়তায় সুলতান মিয়ার বসতবাড়ির ধানের গোলার ভেতর ছিনতাইকৃত ইজিবাইকটির বিভিন্ন পার্টস ও যন্ত্রাংশ লুকিয়ে রাখে। আর ব্যাটারি মঞ্জুরুল ইসলাম নামে একজনের কাছে ৩১ হাজার টাকায় বিক্রি করে। পরবর্তীতে তাদের ৪ জনকেই আটক করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার পাঁচজনকেই সদর থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৯মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
জাতীয় পার্টি আর ভাঙবেন না, বাবাকে আর অপমান করবেন না: এরিক এরশাদ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, পেশাদার মাদক কারবারিসহ ৩৫ জন গ্রেপ্তার
বাংলাদেশের উন্নয়নে পল্লীবন্ধু এরশাদের অবদান অনস্বীকার্য: মামুনুর রশীদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা