গাজীপুর সিটি নির্বাচন: পোস্টারে জাহাঙ্গীরের ছবি, জায়েদা খাতুনকে কারণ দর্শানোর নোটিশ

গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র মেয়র প্রার্থী এবং ওই সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জায়েদা খাতুন তার নির্বাচনী পোস্টারে নিজের ছবির সঙ্গে জাহাঙ্গীরের ছবিও ব্যবহার করেছেন।
বৃহস্পতিবার (১১ মে) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম এ নোটিশ দেন।
স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন প্রতীক বরাদ্দের পর লিফলেট ও হ্যান্ডবিলে সাবেক মেয়র জাহাঙ্গীরের ছবি ব্যবহার করছেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে, যা সিটি করপোরেশন নির্বাচন বিধিমালার লঙ্ঘন।
বিধি অনুযায়ী, নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজের ছবি ছাড়া অন্য কোনো ছবি ব্যবহার করতে পারবেন না। তবে রাজনৈতিক দলের মনোনীত হলে দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন।
আচরণবিধি লঙ্ঘন করলে ৬ মাস কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।
তাই কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তবে ঋণখেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা, যা উচ্চ আদালতেও বাতিল হয়েছে।
(ঢাকাটাইমস/১২মে/এফএ)

মন্তব্য করুন