সিটি নির্বাচন ঘিরে বরিশালে উত্তাপ: ছাত্রলীগের তিন মাসের কমিটি ১০ মাস পর হঠাৎ বিলুপ্ত

সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীর কর্মীকে পিস্তল ঠেকিয়ে মারধর ও হত্যার হুমকির মামলায় বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্না কারাগারে যাওয়ার পর নগর ছাত্রলীগের কমিটি বিলুপ্তের ঘোষণা এসেছে।
২০২২ সালের জুলাইয়ে তিন মাসের জন্য গঠন করা আহ্বায়ক কমিটি ১০ মাস পর হঠাৎ বিলুপ্ত করল ছাত্রলীগ।
সোমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এবিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ঢাকাটাইমসকে বলেন, তিনমাসের জন্য বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়েছিলো। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সংগঠনের কার্যক্রম ত্বরান্বিত করতে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এদিকে সোমবার বিকালে বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল ফয়সাল বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্না ও তার ১৩ জন অনুসারীকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
কারাগারে প্রেরণকরা মামলার এজাহারভূক্ত আসামিরা হলো, বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না, তার ছোট ভাই রিসাদ আহমেদ নাদিম, মেহেদী হাসান সম্পদ, পারভেজ হাওলাদার, শান্ত ইসলাম, মামুন ওরফে কসাই মামুন, মিজানুর রহমান শাওন, রাশেদ হাওলাদার, আল আমিন হাওলাদার, নান্টু সন্যামত, ইমরান হোসেন সজিব, মো. আজিজুল হাকিম ফাহিম, মো. সুমন ওরফে টিয়া সুমন।
আরও পড়ুন: বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়কসহ ১৩ জনকে কারাগারে প্রেরণ
প্রসঙ্গত, ২০২২ সালের ২৩ জুলাই রইজ আহম্মেদ মান্নাকে আহ্বায়ক করে ৩২ সদস্যের কমিটি তিনমাসের জন্য অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। গত রবিবার নৌকার কর্মীর উপর হামলার মামলায় মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্নাসহ তার অনুসারী ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। সিটি নির্বাচন ঘিরে বরিশালে উত্তাপ ছড়ানোর এ ঘটনার পর সোমবার হঠাৎ কমিটি বিলুপ্তের পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।
(ঢাকাটাইমস/১৬মে/এসএম)

মন্তব্য করুন