কালিয়াকৈরে আগের চেয়ে দ্বিগুণ ধান ঘরে তুলেছেন কৃষকরা

অন্য বছরগুলোতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় পাকা ধান ঘরে তোলার আগেই বানের পানিতে ডুবে যেত পুরো মাঠ। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হতেন কৃষকরা। কিন্তু এ বছরের চিত্র ভিন্ন। উপজেলার হাওর ও বিলগুলোতে বানের পানি উঠার আগেই স্বস্তিতে ধান কেটে ঘরে তুলেছেন কৃষকরা। অন্যান্য বছরের চেয়ে ধানের ফলনও দ্বিগুণ হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, কালিয়াকৈর উপজেলার মকস বিল, অলুয়া বিল, চানপাত্তা বিল, উজান বিলসহ অন্য বিলগুলোতে বর্ষার পানি উঠার আগেই বোরো ধান কাটা শেষ হয়েছে। এর ফলে অন্যান্য বছরে বন্যার পানির কারণে ধানের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হতো তা এ বছর হয়নি। ফসলের মাঠে পানি না থাকায় একদিকে যেমন কৃষকরা স্বস্তিতে ধান কেটেছে অন্যদিকে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান হয়েছে কৃষকদের।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গেল বছরও ধান পাকার আগেই হঠাৎ বন্যার পানি এসে পুরো ফসলের মাঠ তলিয়ে গেছে। পানিতে ডুবে ধান কেটে নৌকায় করে আনতে হয়েছে গোলায়। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে কৃষকদের। অনেকেই বছরের শেষ সম্বলটুকুও ঘরে তোলতে পারেনি। তবে এবছর সেরকম দুঃখ দুর্দশা নেই কৃষকদের। উন্নত প্রযুক্তির ছোঁয়ায় বিঘার পর বিঘা ধান কেটে ঘরে তুলেছেন কৃষকরা।
অলুয়া বিলের কৃষক আজিজুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, যে জমির ধান গত বছর ডুবে ডুবে কেটে নৌকা দিয়ে পারে তুলেছি এবছর সেই জমির ধান আধুনিক মেশিনে কেটে ঘরে তুলেছি। ফলনও ভালো পেয়েছি।
কৃষক জামাল মিয়া ঢাকাটাইমসকে বলেন, গত বছর তিন বিঘা জমির ধান পানিতে ডুবে গেছিল। বছরের খাবার জোগাতেই হিমশিমে পড়ে গেছিলাম কিন্তু এ বছর পানি উঠার আগেই স্বস্তিতে ধান কেটে ঘরে তোলেছি।
আরও পড়ুন: সাতক্ষীরায় ধানবোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত
কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, বিগত বছরে ধান কাটার মৌসুমে বন্যার পানিতে কৃষকদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এ বছর তা হয়নি। ভালো জাতের ধান ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষকরা এবছর পানি উঠার আগেই সব ধান কেটে ঘরে তুলতে পেরেছে। অন্যান্য বছরের চেয়ে ধানের ফলনও বেশি হয়েছে। (ঢাকাটাইমস/১৬মে/এসএম)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

টঙ্গীতে কাভার্ডভ্যানে আগুন

ফরিদপুরের চারটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২৬ জন

মৌলভীবাজারের ৪ আসনে ৩২ প্রার্থীর মনোনয়ন দাখিল

মাদারীপুর-৩ আসনে নির্বাচনি যুদ্ধে নামলেন কণ্ঠশিল্পী নকুল কুমার

চট্টগ্রাম-১৫: স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আ. লীগ নেতার বিরুদ্ধে ঝাঁডু মিছিল

রাজবাড়ী-২: স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন নূরে আলম সিদ্দিকী

বগুড়ায় দুই মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম ১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব

নারায়ণগঞ্জ-৩ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন খোকা, কায়সারসহ ১০ জন
