গোপালগঞ্জে চাকরি দেওয়ার নামে বিপুল অর্থ আত্মসাৎ, আটক ২

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ মে ২০২৩, ১৭:৫৪ | প্রকাশিত : ১৮ মে ২০২৩, ১৭:৩৮

গোপালগঞ্জে ওয়াল্ড মিশন-২১ লিমিটেড নামে একটি প্রতারক প্রতিষ্ঠান বেকার যুবক ও ছাত্র-ছাত্রীদের চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছিল একটি চক্র। এমন অভিযোগে এই প্রতারক চক্রের মূলহোতাসহ দুজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ শহরের পাবলিক হল মোড়ে জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার শোভন সরকার অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, শরীফ মুস্তাকিন এবং তার সহযোগী রনি সিকদার।

ভুক্তভোগীরা জানান, ওয়াল্ড মিশন-২১ লিমিটেড প্রতিষ্ঠান নামে একটি প্রতারক চক্র চুক্তি ভিত্তিক বিভিন্ন পদে বিনাঅর্থে চাকরির কথা বলে প্রতি জনের কাছ থেকে ১০/২০ হাজার টাকা জামানত রাখে তারা এবং আত্মসাৎ করে নেয় লাখ লাখ টাকা। দীর্ঘদিন ধরে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে এভাবে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছে।

ভুক্তভোগীদের এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের পর তাদের জেলা প্রশাসকের কার্যালয়ে ওই প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই বাছাই ও তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন সিনিয়র সহকারী কমিশনার শোভন সরকার।

ভুক্তভোগীরা এ বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার দুর্নীতি দমন কমিশন, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও ভোক্তা অধিকারে লিখিত অভিযোগ করেছে।

(ঢাকাটাইমস/১৮মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :