সাতক্ষীরায় ৭ স্বর্ণের বার উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২৩, ২০:২৭
অ- অ+

সাতক্ষীরায় ৭ পিচ স্বর্ণের বার উদ্ধার করেছে বাংলাদেশ বডারগার্ড (বিজিবি)।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আলীপুর ইটভাটা সংলগ্ন এলাকায় চোরাকারবারিদের ফেলে যাওয়া মোটরসাইকেল থেকে এই স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকাল ৫টায় সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত এক বার্তায় স্বর্ণের বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

বার্তায় তিনি জানান, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে সাতক্ষীরা গাজীপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার করবে চোরাকারবারিরা। এমন তথ্যের ভিত্তিতে আলীপুর ইট ভাটা সংলগ্ন এলাকায় গোপনে অবস্থান করে বিজিবি সদস্যরা। এ সময় চোরাকারবারীরা বিজিবির টহল বুঝতে পেরে মোটরসাইকেল রেখে দ্রুত পালিয়ে যায়। ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১৬ গ্রাম ৪২০ মিলিগ্রাম যার। মূল্য আনুমানিক ৬৮ লাখ ৭৭ হাজার ৮০০ টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৮মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ১৮তম আসর
অনতিবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার, সবাইকে ধৈর্য ধরার আহ্বান
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ: নিজের অবস্থান পরিষ্কার করলেন আসিফ নজরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা