লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৩, ১৪:০৫| আপডেট : ২০ মে ২০২৩, ১৪:২২
অ- অ+

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে তুলসী রানী (৪৬) নামে মানসিক ভারসাম্যহীন এক নারী মারা গেছেন।

শনিবার সকাল ৭টায় জেলার পাটগ্রাম উপজেলার জোংড়া ইউপিস্থ মোমিনপুর (ঘোষপাড়া ৩নং ওয়ার্ড) শিমুলতলী নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত তুলসী উপজেলার জোংড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়ার ৬নং ওয়ার্ডের সুবলচন্দ্রের স্ত্রী।

জানা গেছে, বুড়িমারী থেকে লালমনিরহাটগামী লোকাল ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়।

তুলসী রানীর ছেলে শংকর রায় জানান, তার মা ভারসাম্যহীন হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল বিকাল থেকেই তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। খবর পেয়ে রেললাইনের উপরে মায়ের লাশ শনাক্ত করেন।

বুড়িমারী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নুর আলম বলেন, পাটগ্রামের কবরস্থান নামক এলাকায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করবে।

আরও পড়ুন: ট্রাক্টরের ধাক্কায় ভ্যানযাত্রীর মৃত্যু

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে বিষয়টি দেখবে রেলওয়ে পুলিশ।

(ঢাকাটাইমস/২০মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, আহত ৫
বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের বৈঠক
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে: মঈন খান
নির্বাচন বিলম্বিত হলে জনগণই রাস্তায় নামবে: ফারুক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা