ট্রাক্টরের ধাক্কায় ভ্যানযাত্রীর মৃত্যু

মাদারীপুরের কালকিনি পৌরবাজার সংলগ্ন এলাকায় ট্রাক্টরের ধাক্বায় এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হেমায়েত হাওলাদার কালকিনি পৌরসভার দক্ষিণ ঠেঙ্গামারার মৃত মো. হানিফ হাওলাদারের ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন জানান, মাটিবাহী অবৈধ মাহিন্দ্রা ট্রাক্টরটি বেপরোয়া গতিতে যাওয়ার সময় হেমায়েতকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় চালক। এ সময় স্থানীয়রা উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাক্টরসহ মালিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২০মে/এসএম)

মন্তব্য করুন