বগুড়ায় যুবককে ছু‌রিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৩, ১১:২৮| আপডেট : ২০ মে ২০২৩, ১২:৪৫
অ- অ+

বগুড়ার ‌শিবগ‌ঞ্জে সাইদুর রহমান রাজিব (২৭) না‌মে এক যুবক‌কে ছু‌রিকাঘা‌তে হত‌্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। হত‌্যার পর দুর্বৃত্তরা তা‌কে উপ‌জেলার কিচক কেকারপাড়া মোলামগাড়ী রাস্তায় ফে‌লে যায়।

শুক্রবার রা‌তের কোনো এক সময় এ ঘটনা ঘটে। প‌রে খবর পে‌য়ে পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে।

নিহত রা‌জিব উপজেলার কিচক ইউনিয়নের ‌বেলাই গ্রা‌মের শাহাদত হো‌সেন সাদের ছে‌লে। তিনি পেশায় একজন গ্রীল মিস্ত্রি ছিলেন।

পরিবারের লোকজন জানান, সাইদুর রহমান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট এলাকায় গ্রীল মিস্ত্রির কাজ করতেন। মাঝে মাঝেই তিনি অনেক রাতে বাড়ি ফিরতেন। শুক্রবার রাতে তিনি বাড়ি ফেরেননি। পরে শনিবার ভোরে কেকারপাড়া মোলামগাড়ি এলাকার রাস্তার পাশে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন: চা শ্রমিকের ‘মুল্লুকে চল’ আন্দোলনের রক্তমাখা দিন আজ

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করে ব‌লেন, লা‌শের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হয়ে‌ছে। লা‌শের গা‌য়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

(ঢাকাটাইমস/২০মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাশেমের কফিন কাঁধে ছাত্র-জনতার মিছিল, আ.লীগ নিষিদ্ধের দাবি
প্রশাসনের রদবদলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে জনগণ মেনে নেবে না: আমিনুল 
অ্যাম্বুলেন্সে অক্সিজেন মাক্স পড়ে শুয়েছিলেন রোগী, অতঃপর গন্তব্য ডিবি অফিস!
জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তি গুমের শিকার মানুষদের মুক্তি: উপদেষ্টা মাহফুজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা