রাস্তা আছে ব্রিজ নেই, গ্রামবাসীর দুর্ভোগ

আব্বাস উদ্দিন, ঝিনাইগাতী (শেরপুর)
  প্রকাশিত : ২০ মে ২০২৩, ১৭:৪০
অ- অ+

শেরপুরের ঝিনাইগাতী উপজেলাটি ভারত সীমান্তবর্তী ঘেঁষা এলাকা। আর এই এলাকা দিয়ে ভারত মেঘালয় ও আসাম থেকে ৫টি নদী ও ৭টি ঝর্ণা প্রবাহিত হয়ে বাংলাদেশের অভ্যন্তরের প্রবেশ করেছে। তাই এ উপজেলার ৭টি ইউনিয়নের সাথে উপজেলা সদরে প্রবেশ করতে অনেক নদী পার হতে হয়। এই সমস্ত নদীর ওপর প্রায় অধিকাংশ যাতায়াতের জন্য ব্রিজ নির্মাণ করা হয়েছে। কিন্তু কিছু কিছু জায়গায় ব্রিজ নেই, এক কথায় গ্রামের সাথে যোগাযোগের জন্য নানা সমস্যার মধ্যে পরতে হচ্ছে। যাতায়াতের জন্য রাস্তা মেরামত নির্মাণ করা হলেও ব্রিজ সংকটে রাস্তা তৈরির সুফল পায় না গ্রামের মানুষ। যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নয়নের সুবিধা থেকে বঞ্চিত গ্রামবাসী। কারণ গ্রামের কৃষকেরা তাদের কৃষি পণ্য বিক্রি করতে হলে বাধার মুখে পড়ে যায় শুধু কিছু জায়গায় ব্রিজ না থাকায়।

তাই বাধ্য হয়ে অনেক কৃষক তাদের উৎপাদিত ফসল বাজার জাত করতে না পারায় বাড়িতে পানির দামে বিক্রি করতে বাধ্য হয়। বর্তমানে ব্যাপক সংকটে আছে ঝিনাইগাতী সদর ইউনিয়নের চতল এলাকার কাটাদার এলাকা হয়ে গৌরীপুর ইউনিয়নে বনগাও বাজারে যাতায়াতের জন্য একটি ব্রিজ না থাকায়। আর হাতীবান্ধা ইউনিয়নের গ্রামের সাথে যোগাযোগের জন্য কামারপাড়া এলাকায় পাগলামুখ নদীর উপর নেই ১টি ব্রিজ। রয়েছে কাঠের নির্মিত জড়াজীর্ণ একটি সেতু। কাঠের ব্রিজের উভয় পাশে রয়েছে কাঁচা পাকা রাস্তা। রাস্তা থাকলেও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে ১টি ব্রিজ সংকটে। ব্রিজ ২টি নির্মাণ হলে অত্র ঝিনাইগাতী উপজেলার সাথে ৭টি ইউনিয়নের প্রায় সিংহভাগ গ্রাম অঞ্চলের সঙ্গে যোগাযোগ অনেক সহজ হয়ে যাবে। এতে গ্রামের হাজার হাজার কৃষক, শ্রমিক, স্কুল-কলেজের, ছাত্র-ছাত্রী, কৃষকের উৎপাদিত ফসলসহ যাতায়াতে পথ উন্মুক্ত হয়ে যাবে। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার জনপ্রতিনিধিরা আশা দিলেও স্বাধীনতার ৫০ বছর পার হলেও তাদের প্রত্যাশা পূরণ হয়নি। তাই গৌরীপুর ও সদর ইউনিয়নের ১৫ গ্রামবাসীর দাবি চতলের কাটাদার এলাকার একটি ব্রিজ নির্মাণের দাবি।

অপরদিকে হাতীবান্ধা এলাকার হাজারো গ্রামবাসী পড়েছে পাগলার মুখ বাজারের পূর্ব পার্শে কামারপাড়া এলাকায় একটি ব্রিজ নির্মাণ করা। অর্থাৎ আলাদা স্থানে একটি করে মোট ২টি ব্রিজ নির্মাণ করে এলাকাবাসীর দুঃখ-দুর্দশা লাঘব করতে সংশ্লিষ্ট উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছে এলাকাবাসী।

(ঢাকাটাইমস/২০মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন
কারামুক্ত হলেন মডেল মেঘনা আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা