বঙ্গবন্ধুর সমাধিতে সোনালী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৩, ১৯:৫৩| আপডেট : ২১ মে ২০২৩, ১৯:৫৪
অ- অ+

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সোনালী ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটি, খুলনা আঞ্চলিক কমিটি ও নড়াইল আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ।

শুক্রবার বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ এবং জাতির পিতাসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সোনালী ব্যাংক পিএলসির এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার গাজী মিজানুর রহমান, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মনির হোসেন, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও খুলনা আঞ্চলিক কমিটির উপদেষ্টা নন্দিতা চক্রবর্তী, উপদেষ্টা সুব্রত চৌধুরী, সোনালী ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটির সিনিয়র সহ-সভাপতি সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লেনিন, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান শিমুল, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ইকবাল আলী, সোনালী ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রনি, সহ-সভাপতি ও নড়াইল আঞ্চলিক কমিটি সভাপতি প্রলয় চক্রবর্তী, সহ সভাপতি বিপ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক উমর সাঈদ তানভীর, সাংগঠনিক সম্পাদক আশীষ কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক সিয়াম আরেফিন, কোষাধ্যক্ষ দিলীপ কুমার ঘোষ, উপ অর্থ-সম্পাদক মোঃ আনিসুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ শহীদুজ্জামান, উপ-দপ্তর সম্পাদক মোঃ সোহেলুর রহমান, প্রচার সম্পাদক ফকর উদ্দিন মানিক, প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক আবু হাসনাত পিন্টু, পরিবহন সম্পাদক মোঃ তানভীরুল আলম, নারী উন্নয়ন সম্পাদক রোকসানা আনোয়ার, কার্যকরী সদস্য খোন্দকার রাহাত মোজাম্মেল হক, খুলনা আঞ্চলিক কমিটি সভাপতি শাহরিয়ার সোলাইমান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন, নড়াইল আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শেখ, নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিতুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় দুই শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে কমিটির নেতারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন এবং সরকারি বিশেষ গণগ্রন্থাগার, যাদুঘর, পুরনো বাড়িসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন।

(ঢাকাটাইমস/২১মে/এমএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
সংবাদ সম্মেলনে স্ত্রীর দাবি ‘অপচিকিৎসায়’ শামসুদ্দোহা শিমুলের মৃত্যু, বিচার চায় পরিবার
অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার
থানায় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি-ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা