মাদক মামলায় জামিনে বের হয়ে ফের মাদক কারবার, গ্রেপ্তার ২

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২৩, ১৩:৫৫| আপডেট : ২৪ মে ২০২৩, ১৪:৩৪
অ- অ+

মানিকগঞ্জের সিংগাইরে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আগের মাদক মামলায় জামিনে বের হয়ে ফের মাদক কারবার শুরু করেন তারা। মঙ্গলবার বিকালে উপজেলার ধল্লা বাজার সংলগ্ন গাজিন্দা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার চর আজিমপুর গ্রামের শাহীনুর ওরফে মো. রজ্জব হোসেন ও গাজিন্দা গ্রামের মো. রবিন ইসলাম।

পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, ‘গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সিংগাইর উপজেলার বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে আদালতে ১৩টি মামলা বিচারাধীন রয়েছে। সেসব মামলায় আদালত থেকে জামিনে বের হয়ে পুনরায় একই কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে অভিযান চালিয়ে দক্ষিণ ধল্লা এলাকা থেকে ৩২ গ্রাম হেরোইনসহ শাহীনুরকে ও গাজিন্দা এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ রবিনকে গ্রেপ্তার করা হয়।’

আরও পড়ুন: মাছের পোনা উৎপাদনে সাফল্য ছুঁলেন দিনাজপুরের সাদেকা বানু

উদ্ধার করা হেরোইন ও ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৪মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা