জামালপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

জামালপুরের দেওয়ানগঞ্জে আকলিমা খাতুন (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার চুকাই বাড়ী ইউনিয়নের নয়াগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আকলিমা উপজেলার চিকাজানি ইউনিয়নের খুটারচর গ্রামের আলী হোসেনের মেয়ে।
আটক স্বামী হেলাল উদ্দিন উপজেলার চিকাজানি ইউনিয়নের নয়া গ্রামের মুল্লুক মিয়ার ছেলে।
নিহতের মা বেহুলা বেগম জানান, ৭ বছর পৃর্বে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাকে নির্যাতন করতো। ইতোমধ্য তার একটি সন্তান হয়েছে। নির্যাতন সহ্য করতে না পেরে আমাদের বাড়িতে নিয়া যাই, বাড়ি থেকে ১১ দিন হলো তাকে ফুঁসলিয়ে এনে হত্যা করেছে, আমি বিচার চাই।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের স্বামীকে আটক করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৫মে/এসএ)

মন্তব্য করুন