পূবাইলে লরিচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২৩, ২১:৪৮
অ- অ+

গাজীপুরের পূবাইলে লরিচাপায় বাবা-ছেলের নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে পূবাইলের মিরের বাজার রেলগেইট এলাকায় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুরের শ্রীবরদী থানার ঝালকাটা এলাকার জলিল হোসেন (৫৫) এবং তার ছেলে শহিদ (১৪)। তাদের মধ্যে শহিদ শারীরিক প্রতিবন্ধী। তারা ভিক্ষাবৃত্তি করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে তারা জলিল ও তার ছেলে মিরের বাজার রেল গেইট এলাকায় ভিক্ষাবৃত্তি করছিলেন। এসময় গাজীপুরগামী একটি তেলের লরির পেছনের বাম্পারে হুইল চেয়ার আটকে যায়। একপর্যায়ে তারা ওই লরির চাকার নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/২৬মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা