ঝিনাইদহে ফেনসিডিলসহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার
ঝিনাইদহের কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক সম্রাজ্ঞী লাল ভানুকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার শিবনগর ভাটা পাড়াস্থ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত লাল ভানু উপজেলার শিবনগর ভাটা পাড়াস্থ এলাকার মৃত কুদ্দুস মোল্ল্যার মেয়ে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা জানায়, মাদক বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড় টার দিকে থানার পুলিশ পৌর এলাকার শিবনগর গ্রামে এক অভিযান চালায়। সেখানে একটি ইটভাটার সামনে থেকে লাল ভানুকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। তাকে কালীগঞ্জ থানায় আনার পর মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে বিকালে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়।
পুলিশ আরও জানায়, আটক লালভানু একজন চিহ্নিত নারী মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় এক ডজন মাদকের মামলা চলমান রয়েছে।
(ঢাকাটাইমস/২৬মে/এসএ)