বরিশাল সিটি নির্বাচন: জমে উঠেছে নির্বাচনি প্রচার প্রচারণা

বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০২৩, ১১:৪৯| আপডেট : ২৭ মে ২০২৩, ১২:৩৮
অ- অ+

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর থেকেই নগরীতে জমে উঠেছে নির্বাচনি প্রচার প্রচারণা।

শুক্রবার দুপুর থেকে শহরজুড়ে মাইকিং করে প্রচারের দৃশ্য দেখা গেছে। এছাড়া প্রার্থীদের পক্ষে দলে দলে নারী-পুরুষ লিফলেট হাতে শহরের অলিগলিতে প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। সন্ধ্যার পরে নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল করেছেন স্ব-স্ব প্রার্থীর সমর্থকরা। এক বিকালেই পোস্টার ব্যানারে ছেয়ে গেছে নগরী।

নগরীর মোড়ে মোড়ে নির্বাচনি কার্যালয়গুলোতে নেতাকর্মীদের উপস্থিতি জানান দিয়েছে নির্বাচনি আমেজ।

এদিকে এবার কে হবেন নগর পিতা? এ নিয়ে আলোচনার ঝড় শুরু হয়েছে চায়ের কাপে। কাউন্সিলর প্রার্থীদের নিয়েও রয়েছে আলোচনার উত্তাপ। নগরবাসীর চাহিদা পূরণ করবেন সন্ত্রাস মাদকমুক্ত একটি আধুনিক শহরে রূপান্তিত করবেন এমন প্রত্যাশা নগরবাসীর।

এবার বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ২ লাখ ৭৬ হাজার ভোটার রয়েছেন। মেয়র পদে সাতজন। ৩০টি সাধারণ কাউন্সিলর পদের বিপক্ষে লড়বেন ১৪২ জন প্রার্থী। এছাড়া সংরক্ষিত ১০ ওয়ার্ডে ৪২ জন নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন। আগামী ১২ জুন ১২৬টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: নবজাতক বিক্রি: শ্রীপুরে সেই হাসপাতালের সকল কার্যক্রম বন্ধের নির্দেশ

এদিকে ১২৬টি ভোট কেন্দ্রের ৮৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

(ঢাকাটাইমস/২৭মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা