বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০২৩, ১৫:১৪| আপডেট : ২৭ মে ২০২৩, ১৫:৫৫
অ- অ+

বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। দুপুর তিনটার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়েছে।

সরকার পতনের যুগপৎ আন্দোলনের ১০ দফাসহ দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই জনসমাবেশের ডাক দেয় বিএনপি।

পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই মিছিল সহকারে জড়ো হন দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আজকের এই সমাবেশে অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।

দলের অন্যান্য দাবির সঙ্গে মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে ঢাকায় এই সমাবেশ করছে দলটির নেতাকর্মীরা। একই সঙ্গে দেশের ১৫ জেলা ও মহানগরে আজ জনসমাবেশ করছে বিএনপি। সমমনা গণফোরাম জোটের উদ্যোগেও একই কর্মসূচি পালন করা হচ্ছে।

(ঢাকা টাইমস/জেবি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা