বেলারুশ সীমান্তে ড্রোন হামলায় রাশিয়ার পাইপলাইন ভবন ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০২৩, ১৫:২২| আপডেট : ২৭ মে ২০২৩, ১৫:২২
অ- অ+
ফাইল ছবি

বেলারুশের সীমান্তের কাছে রাশিয়ার পসকভ অঞ্চলে একটি বিস্ফোরণে তেল পাইপলাইনের প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় গভর্নর মিখাইল ভেদেরনিকভ শনিবার টেলিগ্রামে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

তিনি বলেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং অপারেশনাল সার্ভিস ঘটনাস্থলে কাজ করছে। দুটি ড্রোন দিয়ে হামলার ফলে তেল পাইপলাইনের প্রশাসনিক ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভেদেরনিকভ ইউক্রেনের দিকে আঙুল তোলেননি, তবে মস্কো এর আগে একই ধরনের ঘটনার জন্য কিয়েভকে দায়ী করেছে, যার মধ্যে কয়েকটি হামলা ইউক্রেনের সীমান্ত থেকে শত শত কিলোমিটার দূরে চালানো হয়েছে। এতে মানুষ ও সম্পত্তির ক্ষতি হয়েছে।

ইউক্রেন প্রকাশ্যে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুগুলির বিরুদ্ধে আক্রমণ শুরু করার কথা স্বীকার করেনি, তবে কিয়েভের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাশিয়ার মাটিতে সফল ড্রোন হামলার খবরকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছেন।

শনিবার ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভেদেরনিকভ বলেছেন, ‘অস্থায়ীভাবে, দুটি মনুষ্যবিহীন বিমানের আক্রমণের ফলে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

বেলারুশের সঙ্গে রাশিয়ার সীমান্ত থেকে ১০ কিলোমিটার কম দূরে লিটভিনোভো গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে।

(ঢাকাটাইমস/২৭মে/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সহিংসতায় জড়িত কাউকে ছাড় নয়: ডিআইজি রেজাউল করিম
গোপালগঞ্জের ঘটনা এত পরিমাণে হবে গোয়েন্দা তথ্য ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা
শ্যামলীতে দিনদুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদি ও নাতি বউকে গলা কেটে হত্যা  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা