বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় কাবুল
আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মাওলাভি আব্দুল কবির বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ইতিবাচক সম্পর্কের ওপর জোর দিয়েছেন। স্থানীয় টেলিভিশন চ্যানেল তোলোনিউজ এ তথ্য জানিয়েছে।
ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তোলোনিউজ জানিয়েছে, ‘ইসলামি আমিরাত ইসলামি শরিয়া (ইসলামি আইনের) আলোকে অঞ্চল এবং বিশ্বের সকল জাতির সঙ্গে ইতিবাচক সম্পর্ক এবং পারস্পরিক সম্মান চায় কাবুল।’
দেশেটির প্রথমসারির বেসরকারি মিডিয়া অনুসারে সম্প্রতি অনুষ্ঠিত সংস্থার নেতা এবং উপজাতীয় প্রবীণদের এক বৈঠকে এই মন্তব্য করেন কবির।
তিনি আরও উল্লেখ করেছেন, ‘আফগানিস্তান এবং বিশ্বের মধ্যে ভাল সম্পর্ক থাকা অপরিহার্য।’ তার সরকার বিশ্বের সমস্ত জাতির সঙ্গে সম্পর্ক রাখতে চায় বলেও জানিয়েছেন তিনি।
১৮ মে মোল্লা হাসান আখুন্দের স্থলাভিষিক্ত হন কবির।
(ঢাকাটাইমস/২৭মে/এসএটি)