সিলেট সিটি নির্বাচন: প্রার্থিতা ফিরে পেতে আবেদন ১৩ প্রার্থীর

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২৩, ১৮:৪৪| আপডেট : ২৯ মে ২০২৩, ১৮:৪৫
অ- অ+

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৩মেয়র ও ১০ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন ফিরে পেতে আপিল করেছেন। মঙ্গলবার (৩০ মে) তাদের আবেদনগুলো নিষ্পত্তি করা হবে।

এর আগে ২৫মে মনোনয়নপত্র বাছাইকালে ৫ মেয়র ও ১১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে যারা আপিল করেছেন তারা হলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান খান, মৌলানা জাহিদ উদ্দিন চৌধুরী ও মো. শাহজাহান মিয়া।

কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংরক্ষিত ওয়ার্ডের ৫ ও সাধারণ ওয়ার্ডের ৫জন।

সংরক্ষিত কাউন্সিলর পদে যারা আপিল করেছেন তারা হলেন ২নং ওয়ার্ডের প্রার্থী জুমানা আক্তার জুঁই, ৩ নং ওয়ার্ডের প্রার্থী শ্যামলী সরকার, ৪নং ওয়ার্ডের তাহমিনা বেগম, ৫নং ওয়ার্ডের আয়না বেগম, ৬নং ওয়ার্ডের কামরুন নাহার চৌধুরী।

সাধারণ কাউন্সিলরদের মধ্যে যারা আপিল করেছেন তারা হলেন ২৮নং ওয়ার্ডের মো. ফখরুল ইসলাম, ৩৩নং ওয়ার্ডে আবু সাদেক মোহাম্মদ ও খায়রুল ইসলাম চৌধুরী, ৩৪নং ওয়ার্ডের মাওলানা মো. রফিকুল ইসলাম, ৩৯নং ওয়ার্ডের মো. শাহাব উ্দ্দীন লাল।

সিলেট সিটি কর্পেরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১জুন। প্রতীক বরাদ্দ আগামী ২ জুন। ২১ জুন ভোটগ্রহণ।

সিসিক’র ৪২টি ওয়ার্ডের ভোটারসংখ্যা ৪লাখ ৮৭ হাজার ৭৫৩ জন।

(ঢাকাটাইমস/২৯মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা