পর্তুগাল দলে প্রথমবার ডাক পেলেন ডিফেন্ডার টোটি

বসনিয়া হার্জেগোভেনিয়া ও আইসল্যান্ডের বিপক্ষে ইউরো ২০২৪ বাছাইপর্বের জন্য পর্তুগাল জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উল্ফসের সেন্টার-ব্যাক টোটি গোমেজ।
১৯৮ ম্যাচে ১২২ আন্তর্জাতি গোল করা সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোও আছেন রবার্তো মার্টিনেজের দলে ।
মার্টিনেজ জানিয়েছেন অনূর্ধ্ব-২০ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা ২৪ বছর বয়সী টোটির মধ্যে ভিন্ন এক প্রতিভা আছে। পর্তুগীজ বস বলেন, ‘বাম পায়ের এই ডিফেন্ডার শারিরীক ভাবে বেশ শক্তিশালী। আমাদের ভিন্ন মাত্রার প্রতিভার প্রয়োজন রয়েছে।’
মার্টিনেজের দলে আরো ডাক পেয়েছেন ডিফেন্ডার নেলসন সেমেডো, মিডফিল্ডার রেনাটো সানচেজ ও স্ট্রাইকার রিকার্ডো হোর্টা।
স্কোয়াড :
গোলরক্ষক:
দিয়োগো কস্তা, হোসে সা, রুই প্যাট্রিসিও।
ডিফেন্ডার:
দিয়েগো ডালট, নেলসন সামেডো, হুয়াও ক্যান্সেলো, রাফায়েল গুরেইরো, ডানিলো পেরেইরা, পেপে, রুবেন ডিয়াস, এন্টোনিও সিলভা, গন্সালে ইনসিও, টোটি।
মিডফিল্ডার:
হুয়াও পালহিনহা, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেস, ওটাভিও, রেনাটো সানচেজ. ভিটিনহা।
ফরোয়ার্ড:
রিকার্ডে হোর্টা, বার্নান্ডো সিলভা, রাফায়েল লিয়াও, হুয়াও ফেলিক্স, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, গনসালো রামোস, দিয়োগো জোতা।
(ঢাকাটাইমস/৩০মে/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে থাকছেন যারা

বিশ্বকাপের দুটি মাসকটের নাম প্রকাশ করল আইসিসি

প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক নিয়ে উত্তাপ ছড়ালেন স্টার্ক

বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই খেলবেন সাকিব

আরও কিছুদিন বিশ্রাম দরকার মার্টিনেজের

রোনালদোর গোলে আল নাসরের জয়

রামোসের আত্মঘাতী গোলে জিতল বার্সেলোনা

লঙ্কানদের পাত্তাই দিল না টাইগাররা

জয়ের পথে বাংলাদেশ
