পর্তুগাল দলে প্রথমবার ডাক পেলেন ডিফেন্ডার টোটি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২৩, ১৯:৫৭
অ- অ+

বসনিয়া হার্জেগোভেনিয়া ও আইসল্যান্ডের বিপক্ষে ইউরো ২০২৪ বাছাইপর্বের জন্য পর্তুগাল জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উল্ফসের সেন্টার-ব্যাক টোটি গোমেজ।

১৯৮ ম্যাচে ১২২ আন্তর্জাতি গোল করা সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোও আছেন রবার্তো মার্টিনেজের দলে ।

মার্টিনেজ জানিয়েছেন অনূর্ধ্ব-২০ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা ২৪ বছর বয়সী টোটির মধ্যে ভিন্ন এক প্রতিভা আছে। পর্তুগীজ বস বলেন, ‘বাম পায়ের এই ডিফেন্ডার শারিরীক ভাবে বেশ শক্তিশালী। আমাদের ভিন্ন মাত্রার প্রতিভার প্রয়োজন রয়েছে।’

মার্টিনেজের দলে আরো ডাক পেয়েছেন ডিফেন্ডার নেলসন সেমেডো, মিডফিল্ডার রেনাটো সানচেজ ও স্ট্রাইকার রিকার্ডো হোর্টা।

স্কোয়াড :

গোলরক্ষক:

দিয়োগো কস্তা, হোসে সা, রুই প্যাট্রিসিও।

ডিফেন্ডার:

দিয়েগো ডালট, নেলসন সামেডো, হুয়াও ক্যান্সেলো, রাফায়েল গুরেইরো, ডানিলো পেরেইরা, পেপে, রুবেন ডিয়াস, এন্টোনিও সিলভা, গন্সালে ইনসিও, টোটি।

মিডফিল্ডার:

হুয়াও পালহিনহা, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেস, ওটাভিও, রেনাটো সানচেজ. ভিটিনহা।

ফরোয়ার্ড:

রিকার্ডে হোর্টা, বার্নান্ডো সিলভা, রাফায়েল লিয়াও, হুয়াও ফেলিক্স, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, গনসালো রামোস, দিয়োগো জোতা।

(ঢাকাটাইমস/৩০মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা