নতুন ওয়ার্ডের উন্নয়ন কাজ শেষ হলে জলাবদ্ধতা দূর হবে, আশা মেয়র আতিকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২৩, ১৮:৫৪| আপডেট : ৩১ মে ২০২৩, ১৮:৫৮
অ- অ+

'ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নতুনভাবে সংযুক্ত ওয়ার্ডের প্রধান সড়কগুলোর উন্নয়ন কাজ শেষ হলে জলাবদ্ধতা দূর হবে বলে আশা প্রকাশ করেছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

বুধবার দুপুরে রাজধানীর কাওলা মধ্যপাড়া প্রধান সড়ক এলাকায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি, ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা প্রচারাভিযান এবং গোয়ালবাড়ী মোড় হতে কাওলার নামাপাড়া পর্যন্ত সড়ক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মেয়র বলেন, ‘৪৪ থেকে ৫৪ এই ১১টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর উন্নয়নের জন্য কাজ শুরু করেছি। দ্রুত সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন হবে। কাওলার এই সড়কটি ১০-১২ ফিট ছিল। স্থানীয়রা কাউন্সিলের সহায়তায় ৩০ ফিট করে দেওয়ার পর আমরা কাজ করে দিয়েছি। সড়কটির নামকরণ করা হলো মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন বেপারী সড়ক। এভাবে ২০ ফিট, ৩০ ফিট জায়গা দিন আমরা সিটি করপোরেশন থেকে রাস্তা করতে দেব।’

মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়নের জন্য ৪০২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য করোনা এবং বৈশ্বিক যুদ্ধের জন্য আমাদের উন্নয়ন কাজ শুরু হতে কিছুটা সময় লাগছে। আমরা কিছু কিছু কাজ শুরু করেছি। টেকসই উন্নয়নের জন্য ড্রেনগুলোতে ছয় ফিট ব্যাসের পাইপ বসাচ্ছি। ড্রেন করার পরেই রাস্তা করতে হবে। না হলে জলাবদ্ধতা সৃষ্টি হবে।'

এবার বর্ষা মৌসুমের শুরুতেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে উল্লেখ করে মেয়র বলেন, 'কিউলেক্স ও এডিস সব ধরনের মশার উপদ্রব কমাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই সময় কোনো পাত্রে পানি জমিয়ে রাখা যাবে না। তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন।'

তিনি বলেন, 'ডেঙ্গুর প্রকোপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এটা আমাদের জন্য অত্যন্ত এলার্মিং। এটির জন্য নগরবাসীকে এগিয়ে আসতে হবে, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের বাসা বাড়িতে কোনো পাত্রে পানি জমতে দেয়া যাবে না। দুই বাড়ির মাঝখানের ফাকা জায়গা পরিষ্কার রাখতে হবে, ছাদ পরিষ্কার রাখতে হবে। নির্মাণাধীন ভবনে জমা পানি পেলে আইন অনুযায়ী ফাইন করব।

তিনি আরও বলেন, 'আমাকে অনেকে ফোন করে বলছে যে আমি ভুলে গেছি জমা পানি ফেলে দিতে। ভুলে গেলে চলবে না। ঘরে বাইরে সবাইকে সচেতন হতে হবে। সম্প্রতি এক বাসায় এডিসের লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়। যার বাসায় জরিমানা করা হয়, তিনি আমাকে ফোন দিয়ে জরিমানা না করার জন্য বলেন। এখন কথা হচ্ছে একজনের ঘরে জন্মানো এডিস মশায় আরেক ঘরের শিশু, বৃদ্ধসহ কোনো মানুষ অসুস্থ হলে দায় কার? অতএব যার যার বাড়ি তাকেই দায়িত্ব নিতে হবে।'

এর আগে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালিতে অংশ নিয়ে ডিএনসিসি মেয়র বলেন, 'আমি যুবসমাজকে আহবান করছি এমন কিছু খাওয়া যাবে না যেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তামাক হচ্ছে মাদকাসক্তির প্রথম ধাপ। তাই সবাইকে তামাক পরিহার করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে তামাক বর্জন করতে হবে। মাদকমুক্ত যুব সমাজ এদেশকে এগিয়ে নিয়ে যাবে।'

তিনি বলেন, 'তামাক যারা সেবন করে, অনেকের মুখে ঘা, দাঁতে ঘাঁ। আমাদের অনেক বয়স্করা তামাক খায়, গ্রামে-গঞ্জে, শহরে, বন্দরে। এটা বড়ো সর্বনাশা, আসুন তামাককে না বলি।'

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি, ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রচারাভিযান, ৪৯ নম্বর ওয়ার্ডের কাওলা মধ্যপাড়া সড়ক উদ্বোধন শেষে তিনি দক্ষিণখান এলাকা পরিদর্শন ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

এসময় এলাকাবাসীর পক্ষে কয়েকজন বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় দক্ষিণখান এলাকায় স্ট্রিট লাইট লাগানো, গ্যাস ও পানির সরবরাহ নিশ্চিত করা এবং রাস্তাগুলোর উন্নয়নের দাবি জানান।

এলাকাবাসীর দাবির বিপরীতে দ্রুত সময়ের মধ্যে সমস্যাগুলোর সমাধান করার ঘোষণা দেন ডিএনসিসি মেয়র। ঢাকা-১৮ আসনের উন্নয়নের জন্য ৫৩০কোটি টাকার অর্থ বরাদ্দ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, অঞ্চল-০৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, ৪৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদীন, সংরক্ষিত নারী কাউন্সিলর ইলোরা পারভীন ও জাকিয়া সুলতানা প্রমুখ।

(ঢাকাটাইমস/৩১মে/কেআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চলমান তাপদাহে সুস্থ থাকতে একগুচ্ছ পরামর্শ  ডিএনসিসি প্রশাসকের
যেখানেই অতিরিক্ত মানুষের সমাগম, সেখানেই ওয়াটার স্প্রের ব্যবস্থা করছে ডিএনসিসি
শব্দদূষণ রোধে জনসচেতনতার বিকল্প নেই: ডিএনসিসি প্রশাসক 
বাতাসের গুণগতমান যাচাইয়ের জন্য আধুনিক যন্ত্র স্থাপন করা হবে: ডিএনসিসি প্রশাসক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা