ক্যানসার ছাড়া আরও কত রোগের কারণ ধূমপান জানলে চমকে উঠবেন

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ০১ জুন ২০২৩, ১১:১২ | প্রকাশিত : ০১ জুন ২০২৩, ০৯:১৬

ধূমপান ক্যানসারের কারণ। এমনটাই লেখা থাকে বিভিন্ন সিগারেট বা বিড়ির প্যাকেটে। অর্থাৎ তামাকজাত দ্রব্য সেবন করলে ক্যানসারের মতো মরণব্যাধি হতে পারে। কিন্তু শুধুই ক্যানসার ঘটায় না ধূমপান। আরও যে কত রোগ ডেকে আনে তার তালিকা শুনলে চমকে যেতে পারেন।

বিশেষজ্ঞদের কথায়, ক্যানসার ছাড়াও শরীরের একাধিক অঙ্গের রোগের অন্যতম কারণ হলো ধূমপান। টেকনো ইন্ডিয়া ডামা হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল সেন্টারের সুপারিনটেনডেন্ট চিকিৎসক এম শাহনেওয়াজ পুরকাইত বলছেন তেমনই কয়েকটি রোগের কথা।

সিওপিডি

প্রথমেই যে অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি করে ধূমপান তা হলো ফুসফুস। এই অঙ্গের ক্যানসার ছাড়াও জটিল শ্বাসকষ্টের রোগ ঘটাতে পারে ধূমপানের অভ্যাসে। সিওপিডি তেমনই একটি শ্বাসকষ্টজনিত সমস্যা।

করোনারি হার্টের রোগ

ধূমপানের ফলে কর্টিসল হরমোনের ক্ষরণ বেড়ে যায়। যার থেকে উচ্চ রক্তচাপের সমস্যাও দেখা দিতে পারে। রক্তচাপের এই সমস্যাই ডেকে আনে একাধিক হার্টের রোগ। যার মধ্যে অন্যতম হলো করোনারি হার্টের রোগ।

হাড়ের ঘনত্ব কমিয়ে দেয়

হাড় দুর্বল হয়ে যাচ্ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে? এর বড় কারণ ধূমপান। ধূমপানের ফলে হাড়ের উপাদানের সঙ্গে ক্ষতিকর বিক্রিয়া হয়। যাতে হাড়ের ঘনত্ব কমে যেতে থাকে।

জরায়ুর ক্ষতি

তামাকের একটি প্রধান উপাদান হলো নিকোটিন। এই নিকোটিনই ক্ষতি করে জরায়ুর। বিজ্ঞান বলছে, এর ফলে সন্তান ধারণের সময় নানারকম জটিলতা দেখা দিতে পারে।

সময়ের আগেই ত্বক বুড়িয়ে যাওয়া

ইদানীং মহিলাদের মধ্যে এই সমস্যা খুব বেশি দেখা যাচ্ছে। সময়ের আগেই বুড়িয়ে যাচ্ছে ত্বক। চিকিৎসকের কথায়, ত্বকের জেল্লা কমে গিয়ে বার্ধক্যের ছাপ ফুটে ওঠার বড় কারণ ধূমপান।

পেলভিকে প্রদাহ

পেলভিক অঞ্চল অর্থাৎ কিডনি যেখানে থাকে সেই অংশে প্রদাহের বড় কারণ হতে পারে টানা ধূমপান। এর থেকে পরে মূত্রথলি ও কিডনির নানা সমস্যা দেখা দিতে পারে।

একটি নয় একাধিক ক্যানসারের আশঙ্কা

দীর্ঘদিন ধরে ধূমপানের ফলে ক্যানসার হতে পারে। কিন্তু এই ক্যানসার শুধুই মুখে বা ফুসফুসে হয় তা কিন্তু নয়। বরং শ্বাসনালিসহ খাদ্যনালিতেও এই ক্যানসার হতে পারে। এছাড়া নারীদের ক্ষেত্রে সার্ভিক্যাল ও কিছু ক্ষেত্রে মলদ্বারের ক্যানসার হওয়ার আশঙ্কাও থাকে।

(ঢাকাটাইমস/১জুন/এজে)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

খারাপ কোলেস্টেরলের যম তিল বীজ, উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮৮৯

বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বায়ু থেকে অক্সিজেন উৎপাদনকারী জেনারেটর উদ্বোধন

আলঝেইমার রোগের ঝুঁকি কমায় ঘুম ও কম খাওয়া

ক্যানসারের যম পেঁপের জুস! আরও কত উপকার করে জানুন

ডেঙ্গুতে আরও ২১ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৩০১৫

বনানীর প্রেসক্রিপশন পয়েন্টের দুইশর বেশি কর্মীকে পথে বসালো স্বাস্থ্য অধিদপ্তর!

এবার সন্ত্রাসী কায়দায় প্রেসক্রিপশন পয়েন্ট ডায়াগনস্টিক বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর

ডায়াবেটিস থেকে ওজন কমানোর মহৌষধ ঝিঙে

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের পাঁচ টোটকা, সুস্থ থাকবে হার্ট-কিডনি-চোখও

এই বিভাগের সব খবর

শিরোনাম :