ক্যানসার ছাড়া আরও কত রোগের কারণ ধূমপান জানলে চমকে উঠবেন

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০১ জুন ২০২৩, ০৯:১৬| আপডেট : ০১ জুন ২০২৩, ১১:১২
অ- অ+

ধূমপান ক্যানসারের কারণ। এমনটাই লেখা থাকে বিভিন্ন সিগারেট বা বিড়ির প্যাকেটে। অর্থাৎ তামাকজাত দ্রব্য সেবন করলে ক্যানসারের মতো মরণব্যাধি হতে পারে। কিন্তু শুধুই ক্যানসার ঘটায় না ধূমপান। আরও যে কত রোগ ডেকে আনে তার তালিকা শুনলে চমকে যেতে পারেন।

বিশেষজ্ঞদের কথায়, ক্যানসার ছাড়াও শরীরের একাধিক অঙ্গের রোগের অন্যতম কারণ হলো ধূমপান। টেকনো ইন্ডিয়া ডামা হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল সেন্টারের সুপারিনটেনডেন্ট চিকিৎসক এম শাহনেওয়াজ পুরকাইত বলছেন তেমনই কয়েকটি রোগের কথা।

সিওপিডি

প্রথমেই যে অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি করে ধূমপান তা হলো ফুসফুস। এই অঙ্গের ক্যানসার ছাড়াও জটিল শ্বাসকষ্টের রোগ ঘটাতে পারে ধূমপানের অভ্যাসে। সিওপিডি তেমনই একটি শ্বাসকষ্টজনিত সমস্যা।

করোনারি হার্টের রোগ

ধূমপানের ফলে কর্টিসল হরমোনের ক্ষরণ বেড়ে যায়। যার থেকে উচ্চ রক্তচাপের সমস্যাও দেখা দিতে পারে। রক্তচাপের এই সমস্যাই ডেকে আনে একাধিক হার্টের রোগ। যার মধ্যে অন্যতম হলো করোনারি হার্টের রোগ।

হাড়ের ঘনত্ব কমিয়ে দেয়

হাড় দুর্বল হয়ে যাচ্ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে? এর বড় কারণ ধূমপান। ধূমপানের ফলে হাড়ের উপাদানের সঙ্গে ক্ষতিকর বিক্রিয়া হয়। যাতে হাড়ের ঘনত্ব কমে যেতে থাকে।

জরায়ুর ক্ষতি

তামাকের একটি প্রধান উপাদান হলো নিকোটিন। এই নিকোটিনই ক্ষতি করে জরায়ুর। বিজ্ঞান বলছে, এর ফলে সন্তান ধারণের সময় নানারকম জটিলতা দেখা দিতে পারে।

সময়ের আগেই ত্বক বুড়িয়ে যাওয়া

ইদানীং মহিলাদের মধ্যে এই সমস্যা খুব বেশি দেখা যাচ্ছে। সময়ের আগেই বুড়িয়ে যাচ্ছে ত্বক। চিকিৎসকের কথায়, ত্বকের জেল্লা কমে গিয়ে বার্ধক্যের ছাপ ফুটে ওঠার বড় কারণ ধূমপান।

পেলভিকে প্রদাহ

পেলভিক অঞ্চল অর্থাৎ কিডনি যেখানে থাকে সেই অংশে প্রদাহের বড় কারণ হতে পারে টানা ধূমপান। এর থেকে পরে মূত্রথলি ও কিডনির নানা সমস্যা দেখা দিতে পারে।

একটি নয় একাধিক ক্যানসারের আশঙ্কা

দীর্ঘদিন ধরে ধূমপানের ফলে ক্যানসার হতে পারে। কিন্তু এই ক্যানসার শুধুই মুখে বা ফুসফুসে হয় তা কিন্তু নয়। বরং শ্বাসনালিসহ খাদ্যনালিতেও এই ক্যানসার হতে পারে। এছাড়া নারীদের ক্ষেত্রে সার্ভিক্যাল ও কিছু ক্ষেত্রে মলদ্বারের ক্যানসার হওয়ার আশঙ্কাও থাকে।

(ঢাকাটাইমস/১জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে রাতভর অবস্থানের পর সকালেও বিক্ষোভ
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা