সাংসদ আফছারুল আমিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২৩, ১৮:৩০| আপডেট : ০২ জুন ২০২৩, ১৯:০৯
অ- অ+

সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম ১০ আসনের সাংসদ ডা. আফছারুল আমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস ইউং থেকে গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় প্রধানমন্ত্রী তার রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

শুক্রবার বিকালে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডা. আফছারুল আমিন। বর্ষিয়ান এই আওয়ামী লীগ নেতা দীর্ঘদিন যাবৎ দূরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন৷ তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দ্বায়িত্ব পালন করছিলেন।

১৯৫২ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের দক্ষিণ কাট্টলীর একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম ডা. আফছারুল আমীনের। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পর পর পাঁচবার সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি এই আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

(ঢাকাটাইমস/০২জুন/জেএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্যামলীতে দিনদুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদি ও নাতি বউকে গলা কেটে হত্যা  
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা