নেত্রকোণায় ৪৪তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২৩, ১৩:১০
অ- অ+

বিদ্যুৎ ও পানির অপচয় রোধ এই প্রতিপাদ্যে নেত্রকোণায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৪৪ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন-২০২৩ উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলাটি শনিবার ও রবিবার দুদিন চলবে।

অনুষ্ঠানটি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোধ যোদ্ধা অসিত কুমার সরকার সজল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নেত্রকোণা জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল আমিন, প্যানেল মেয়র এস এম মহসিন আলমসহ অন্যান্যরা।

আরও পড়ুন: ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোনও পুকুরে তলিয়ে গেল

বক্তারা বিদ্যুৎ ও পানির অপচয় রোধে সকলকে সচেতনতামূলক বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপনা করেন এবং অপচয় রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

(ঢাকাটাইমস/০৩জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২
আ.লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত: যমুনা ছেড়ে মঞ্চের সামনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা
সাভারে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত
বনশ্রীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা