কুমিল্লায় শিক্ষার্থী হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৩, ১৭:৩২
অ- অ+

কুমিল্লার হোমনা উপজেলায় শিক্ষার্থী আশিক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দুইজনকে কারাদণ্ড ও একজনকে খালাস দেওয়া হয়। রবিবার (৪ জুন) দুপুরে জেলার অতিরিক্ত ও দায়রা জজ আদালত- ৫ এর বিচারক জাহাঙ্গীর খান এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—কুমিল্লা হোমনা উপজেলার আসাদপুরের মো. সুজন মিয়া (২৫), আল আমিন (৩০), সোহেল মিয়া (২৫), মো. শাহিন মিয়া (২৭) ও মো. সোহাগ মিয়া (২৮)। রায়ের সময় সোহেল, আকিমুল হক মধু, আবদুর রহমান ও সোহেল ছাড়া বাকিরা পলাতক ছিলেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, ২০১২ সালে আশিক অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। ওই সময় প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে আশিকুর রহমান আশিককে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে জবাই করে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা।

(ঢাকাটাইমস/৪জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা