আফগানিস্তানের বিপক্ষে টেস্টের নেতৃত্বে লিটন, নতুন মুখ দুই

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৩, ১৯:২৬
অ- অ+

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে এই টেস্টে দলের নেতৃত্বে থাকবেন উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। আর নতুন মুখ হিসেবে থাকছেন দুইজন।

নতুন দুই ক্রিকেটারের মধ্যে একজন হলেন- মিডল অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দিপু এবং পেসার মুশফিক হাসান। এছাড়া টেস্ট দলে ফিরলেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ।

উল্লেখ্য, আগামী ১৪ জুন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। আফগানিস্তান দলের ঢাকায় আসার কথা ১০ জুন।

১৫ সদস্যের বাংলাদেশের স্কোয়াড:

লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, মুশফিক হাসান।

(ঢাকাটাইমস/০৪জুন/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা