শরীরের গন্ধই বলে দেবে ভেতরে কোনো জটিল রোগ বাসা বেঁধেছে কি না

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৬ জুন ২০২৩, ১০:৪৯

এমন অনেক মানুষ আছেন, গরমে তো বটেই শীতকালেও যাদের শরীর থেকে বিকট দুর্গন্ধ বের হয়। যার জেরে প্রায়ই নানা অভিযোগ শুনতে হয় বাড়িতে এবং বাইরে। তাই বাইরে বেরোতে গেলে বেশ সতর্ক থাকেন তারা। ভালো করে সুগন্ধি মাখেন।

কিন্তু শরীরের এই দুর্গন্ধের কারণ কিন্তু কিছু মারাত্মক রোগও হতে পারে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। চলুন তবে জেনে আসি গায়ের দুর্গন্ধ কী কী জটিল রোগের আভাস দিতে পারে।

লিভারের সমস্যা

গায়ে বিকট দুর্গন্ধের বড় কারণ হতে পারে লিভারের সমস্যা। লিভারে ফ্যাট জমলে এমন দুর্গন্ধের আশঙ্কা থাকে। আবার লিভারের কোনো বড় রোগ থেকেও হতে পারে দুর্গন্ধের সমস্যা।

কিডনির সমস্যা

কিডনির সমস্যা মূত্রনালিতে জ্বালা বা ব্যথা না হলে আমরা বুঝতে পারি না। গোপনে কিডনিতে বড় রোগই বাসা বাঁধতে পারে। আর সে রোগের একটা বড় উপসর্গ গায়ের দুর্গন্ধ।

থাইরয়েডের অতিসক্রিয়তা

থাইরয়েড অতিসক্রিয় হলেও কিন্তু গায়ে দুর্গন্ধ হয়। থাইরয়েডের সমস্যা বেশ মাথাচাড়া না দিলে অনেকেই তা খেয়াল করেন না। অথচ গায়ের দুর্গন্ধ জানান দেয় এমন একটি বড় রোগের কথা।

ডায়াবেটিস

ডায়াবেটিসের সমস্যা থেকেও গায়ে দুর্গন্ধ হতে পারে। চিকিৎসা বিজ্ঞানীদের কথায়, ডায়াবেটিস দেখা দিলে তার হাত ধরে আরও নানা রোগ বাসা বাঁধে। ফলে‌ শরীরে দুর্গন্ধ হওয়ার আশঙ্কা যথেষ্ট বেশি। তাই হঠাৎ করেই শরীরে দুর্গন্ধ হলে দেরি না করে ডাক্তার দেখানোই হবে বুদ্ধিমানের কাজ।

(ঢাকাটাইমস/৬জুন/এজে)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :