দুই শিশুর মৃত্যু: বালাইনাশক কোম্পানির কর্মকর্তা গ্রেপ্তার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তেলাপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় বালাইনাশক কোম্পানির এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান বলেন, ‘দুই শিশুর মৃত্যুর ঘটনায় সোমবার রাতে বালাইনাশক কোম্পানির কর্মকর্তা টিটু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই বাসায় তেলাপোকা মারার বিষ স্প্রে করেছিলেন। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি।'’
আরও পড়ুন>>জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করছে দুদক
ওসি আরও বলেন, এ ঘটনায় নিহত শিশুদের বাবা মোবারক হোসেন তুষার সোমবার তিনজনকে আসামি করে একটি মামলা করেছিলেন। এ মামলার তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের পর সন্দেহভাজন হলে আসামির সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।
পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, গত ২ জুন বসুন্ধরার আই ব্লকের একটি নতুন বাসায় পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্মীরা তেলাপোকা মারার বিষ স্প্রে করেন। এর দুদিন পর ভুক্তভোগী পরিবারটি ওই বাসায় ওঠে। বাসায় প্রবেশ করেই অসুস্থ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে গতকাল রবিবার ভোরে শিশু শাহিল মোবারত জায়ান মারা যায়। একইদিন রাত ১০টায় মারা যায় শায়েন মোবারত জাহিন।
এছাড়া মৃত দুই শিশুর মা শারমিন জাহান লিমা ও বাবা মোবারক হোসেন বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
(ঢাকাটাইমস/০৬জুন/এসএস/এফএ)
সংবাদটি শেয়ার করুন
রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত
রাজধানী এর সর্বশেষ

পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা রোধে হটলাইন নম্বর চালু

ঢাকায় কারাবন্দি ভারতীয় নাগরিকের মৃত্যু

বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট: মিরপুরে একই পরিবারের তিনজনসহ ৪ জনের মৃত্যু

চার ঘণ্টার বৃষ্টিতে পানির নিচে রাজধানীর অলিগলি

ডেমরায় নতুন ওসি জহিরুল

সরকারের কত টাকা কর ফাঁকি দিল এনডিই চেয়ারম্যান ইমরান মুস্তাফিজ?

এডিস লার্ভা: ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় ঢাকা উত্তর সিটির

বিশ্বায়নের এই যুগে সহযোগিতা ও অংশীদারত্বের ভিত্তিতে কাজের উপযোগিতা অনেক বেশি: হাছান মাহমুদ

বনানীর প্রেসক্রিপশন পয়েন্টের দুইশর বেশি কর্মীকে পথে বসালো স্বাস্থ্য অধিদপ্তর!
