সংলাপের বিকল্প নেই, সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সংলাপের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
‘সংলাপ চলমান থাকবে’ জানিয়ে তিনি আরও বলেন, ‘সংলাপের বিকল্প নেই। আমরা মনে করি, সবকিছুই সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।’
বুধবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন>>বিএনপির সঙ্গে আলোচনার কোনো সিদ্ধান্ত হয়নি: ওবায়দুল কাদের
আরও পড়ুন>>প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্ততায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে: আমু
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ একটি পপুলার পার্টি। দীর্ঘদিন ক্ষমতায়। আওয়ামী লীগ বিশ্বাস করে, জনগণের ক্ষমতায় চলতে হবে। জনগণের ক্ষমতা অব্যাহত রাখতে হলে সবার সঙ্গে আলোচনা করতে হবে। তাই আলোচনার বিকল্প কিছু নেই।’
জামায়াতে ইসলামীকে বিক্ষোভ সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যারা রাজনীতি করেন তাদের সভা-সমাবেশ করার রাজনৈতিক অধিকার রয়েছে। তারা তাদের মতামত প্রদর্শন করবে, জানাবে, এটাই তো স্বাভাবিক।’
‘আমি যতদূর জানি, জামায়াতে ইসলামী এখন নির্বাচন কমিশনের স্বীকৃত রাজনৈতিক দল নয়। কাজেই এ বিষয়ে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার সিদ্ধান্ত জানাবেন। ঢাকায় (বায়তুল মোকাররম এলাকায়) সমাবেশ করতে দিলে কোনো নাশকতা বা বিশৃঙ্খলার সম্ভাবনা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেওয়া হবে।’ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিদেশি রাষ্ট্রদূতেরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছেন। আগামী নির্বাচনে তাদের কোনো ষড়যন্ত্র বা পরিকল্পনা আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। তারা যেটা বলেছেন সেটাই যথেষ্ট। তারাই মনিটরিং করছেন।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা এটুকু মনে করি, রাষ্ট্রদূতরা যেন তাদের শিষ্টাচার মেনে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন- এটাই আমাদের প্রত্যাশা।’
(ঢাকাটাইমস/০৭জুন/এএ/এফএ)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রীর মহানুভবতা নজিরবিহীন: তথ্যমন্ত্রী

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা বিষয়ে আইনের ভুল ব্যাখ্যা দিচ্ছে সরকার: মির্জা ফখরুল

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেয়া মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান

নির্বাচনের আগে অগ্নিসংযোগ-নৃশংসতা হলে আর সহনশীলতা দেখানো হবে না: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের নির্বাচন পরিকল্পনা: যেমন পরিস্থিতি তেমন কৌশল

ঢাকায় বিভাগীয় মহাসমাবেশ সফল করতে আ.লীগের পাঁচটি টিম গঠন

ছাত্রলীগের পদ টেকাতে বিয়ে গোপন? নেতার আত্মহত্যার চেষ্টায় নানা প্রশ্নের ঘুরপাক

দেশের মানুষ আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়: মির্জা আজম

সংঘাত সৃষ্টি করতে চায় বিএনপি: নাছিম
